শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের শেষ দিনে তাঁর সঙ্গে দেখা করেন গোয়া ফরওয়ার্ড পার্টির অন্যতম শীর্ষ নেতা বিজয় সরদেশাই। গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোটের লক্ষ্যেই এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তা এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন সরদেশাই।
তিন দিনের গোয়া সফরে গিয়ে বিজেপি-কে ক্ষমতা থেকে সরাতে বিজেপি বিরোধী সমমনোভাবাপন্ন দলগুলিকে একজোট করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করার আগে বিজয় সরদেশাই বলেন যে, গত দু বছর ধরে তাঁরাও চাইছেন সমমনোভাবাপন্ন দলগুলি যাতে একজোট হয়। তাঁর মতে, গোয়ায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের জোট হলে বিধানসভা নির্বাচনের ফলাফলে চমকে দিতে পারে দুই দল৷
গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা বিজয় সরদেশাই-এর সঙ্গে মমতার বৈঠক নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি৷ তবে শেষ পর্যন্ত তৃণমূল গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট হলে গোয়ার রাজনৈতিক সমীকরণ অনেকটাই পাল্টে যাবে। উল্লেখ্য, এ দিন মমতা বলেন বিজেপি- কংগ্রেসের সঙ্গে তৃণমূল কোনও সমঝোতা করে না৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584