আপাতত ফিরছেন না মালিয়া

0
49

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

পলাতক শিল্পপতি বিজয় মালিয়াকে বন্দি করে ভারতে প্রত্যর্পণ করার কথা গত মাসেই নির্দেশ দিয়েছে ব্রিটেন হাইকোর্ট। বুধবার এক সংবাদসংস্থার প্রকাশিত খবরের পর রটে গিয়েছিল যে বিজয় মালিয়ার প্রত্যর্পণ এখন আর মাত্র সময়ের অপেক্ষা। হয়তো ১-২ দিনের মধ্যেই ভারতে ফিরবেন তিনি। কিন্তু সে আশায় জল ঢেলে দিল ব্রিটিশ হাইকমিশন। আপাতত ফিরছেন না বিজয় মালিয়া।

Vijay Mallya | newsfront.co
ফাইল চিত্র

একটি গোপন আইনি ইস্যুর জেরে মালিয়াকে ভারতে ফেরোনো যাচ্ছেনা বলে তাদের দাবি। তবে যত দ্রুত সম্ভব এই বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। আর্থিক তছরুপের দায়ে ভারত ফেরত চায় মালিয়াকে। এপ্রিল মাসে প্রত্যর্পণ মামলায় পরাজিত হন এই শিল্পপতি। তারপর সুপ্রিম কোর্টে আবেদন করতে চেয়েছিলেন তিনি, কিন্তু রাজি হয়নি ইউনাইটেড কিংডমের হাই কোর্ট। তখনই কার্যত মালিয়ার ভারতে ফেরা পাকা হয়ে যায়।

আরও পড়ুনঃ কেরলে হাতি হত্যাকান্ডে তিন সন্দেহভাজন অভিযুক্ত চিহ্নিত

বৃহস্পতিবার ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র জানান, “বিজয় মালিয়াকে যাতে বন্দি করে ভারতে পাঠানো না হয়, সেজন্য বিজয় মালিয়া আবেদন করেছিলেন। হাইকোর্টে সেই আবেদন নাকচ হয়ে গিয়েছে। তাঁকে ব্রিটেনের সুপ্রিম কোর্টে আবেদন করতেও বারণ করা হয়েছে। একটি গোপনীয় আইনি বিষয় আছে, যেটি না মেটা অবধি মালিয়া ফিরতে পারবেন না। ব্রিটিশ আইন অনুযায়ী সেই বিষয়টি না মিটলে প্রত্যর্পণ হব না”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here