নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিগ বস সিজন ১৩-র প্রতিযোগী ও ইউটিউবার ‘হিন্দুস্থানি ভাউ’ ওরফে বিকাশ ফাটককে গ্রেপ্তার করলো মুম্বাই পুলিশ। তাঁর বিরুদ্ধে দশম ও দ্বাদশ শ্রেনীর অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্র বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে, দায়ের হয়েছে এফআইআর। সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বাই-এর ধারাভি অঞ্চল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মহারাষ্ট্রের পড়ুয়াদের কিছু অংশ দশম ও দ্বাদশ শ্রেনীর অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে প্রতিবাদ আন্দোলন চালাচ্ছে। হিন্দুস্থানী ভাউ-এর বিরুদ্ধে অভিযোগ এই ছাত্র বিক্ষোভে তিনি সরাসরি উস্কানি দিয়েছেন এবং নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে একটি উস্কানিমূলক ভিডিও-ও পোস্ট করেন।
Mumbai: Social media influencer Vikas Fhatak, also known as 'Hindustani Bhau', arrested by Dharavi Police in connection with students' protest in Dharavi y'day over their demand for online exams for classes 10th & 12th, in view of #COVID19. FIR registered against Fhatak & others.
— ANI (@ANI) February 1, 2022
সর্বোপরি, হিন্দুস্থানি ভাউ এই বিক্ষুব্ধ ছাত্রদের উস্কানি দেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গাইকোয়াড়-এর বাসভবনের কাছে জমায়েত হয়ে বিক্ষোভ দেখানোর জন্য। হিন্দুস্থানি ভাউ-এর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রুজু হয়েছে। এছাড়া মহামারি আইন, সরকারি সম্পত্তি অপচয় আইন, মহারাষ্ট্র পুলিশ আইনেও মামলা রুজু হয়েছে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী গতি শক্তিঃ গতি আনবে অর্থনৈতিক বৃদ্ধি, পরিকাঠামো ও কর্মসংস্থানে, ঘোষণা বাজেটে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584