নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত কয়েকদিন ধরে রাজ্যে যে সমস্ত ভিলেজ পুলিশ নিয়োগ করা হয়েছিল জেলার বিভিন্ন থানায়,তারাই বেশ কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনের পথে নেমেছেন।ভিলেজ পুলিশদের স্থায়ীকরন ও বেতন বৃদ্ধির দাবীতে বুধবার ভিলেজ পুলিশদের কালিঘাট অভিযান ছিল।
কিন্তু গতকাল এসডিপিও- র অর্ডার অনুযায়ী ভিলেজ পুলিশরা যাতে বুধবার কালিঘাট অভিযানে না যেতে পারে তাই পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার ওসি গতকাল রাত থেকে থানায় বসিয়ে রাখে বলে অভিযোগ।
এভাবে কাজ থেকে বিরত রেখে তাঁদের বসিয়ে দেওয়ার কারনে এবং তাঁদের বুধবার কালিঘাট অভিযানে যেতে না দেওয়ায় তাঁরা,মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ে।আগামী ১৮ই সেপ্টেম্বর বুধবার কালিঘাটে আমরন অনশনে বসারও ডাক দেয় ভিলেজ পুলিশেরা।
ভিলেজ পুলিশদের অভিযোগ তাঁরা সাত বছর ধরে কাজ করে যাচ্ছে,এমনকি তদন্তেও প্রত্যেকটা অঞ্চল প্রতি এক এক জনকে দায়িত্ব দিয়ে এক প্রকার কাজের চাপ দেওয়া হয়।কিন্তু তাঁদের বেতন বৃদ্ধির কোনো নাম নেই।এমনকি স্থায়ীকরনও করা হয়নি।তাই আজ কালিঘাট অভিযান থাকলে তাঁদের গতকাল রাত থেকে থানার একটি রুমে বসিয়ে রাখা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584