নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা। সঠিক পরিকাঠামো নেই। তাই ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে না, এই দাবিতে রায়গঞ্জের মহারাজহাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রের গেট বন্ধ করে, পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।
রায়গঞ্জের মহারাজহাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। রবিবার স্বাস্থ্যকেন্দ্রের গেটে পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, ওই স্বাস্থ্যকেন্দ্রে করোনা সংক্রান্ত কোনও টেস্ট করা যাবে না।
আরও পড়ুনঃ নিয়মের তোয়াক্কা না করে আনা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের
বিক্ষোভের জেরে দিল্লি থেকে আসা ৪৫ জন শ্রমিককে পরীক্ষা না করিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।বিক্ষোভকারীদের অভিযোগ, এই স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষার কোনও ব্যবস্থাই নেই। তা সত্ত্বেও এখানে ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের পাঠানো হচ্ছে।
ভিন রাজ্য থেকে ফেরা এক শ্রমিক বলেন, ‘দিল্লি থেকে ফিরে পরীক্ষা করাতে এসেছিলাম । কিন্তু গ্রামের বাসিন্দারা স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতে দিলেন না।’ গ্রামবাসীরা জানান, এখানে শুধু থার্মাল স্ক্রিনিং করা হয়। এখানে না এনে যেখানে ব্যবস্থা রয়েছে,সেখানে পরীক্ষার ব্যবস্থা করা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584