নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এবার আমপানে ক্ষতিগ্রস্তরা সরকারি আর্থিক ক্ষতিপূরণ না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কাঁথি শহরে পথ অবরোধ করে। প্রায় ঘন্টা খানেক ধরে চলে অবরোধ ও বিক্ষোভ।
ঘটনার খবর পেয়ে জেলাপরিষদ সদস্য উত্তম বারিক ঘটনাস্থলে হাজির হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আমপান ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পায়নি।
আরও পড়ুনঃ দলীয় কর্মী খুনের প্রতিবাদে কুলতলিতে বনধ ডাকলো এসইউসিআই
অভিযোগ তৃণমূলের যুবনেতা ইমরান আলী ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে গরমিল করেছে। তাই ক্ষুব্ধ গ্রামবাসী ওনার কাছে এ বিযয়ে জানতে চাইলে তিনি উত্তর দেননি বলে জানা যাচ্ছে। এই ঘটনার খবর পেয়ে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ – অবরোধ উঠে যায়।
তবে আগামী দিনে যদি ক্ষতিপূরণ না পায় তবে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584