নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ডোমকল পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বঘারপুর রমনা গ্রামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে। তিন নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা শাহের বিরুদ্ধে অভিযোগ আনেন। ডোমকল পুরসভা গঠনের পর থেকেই সেলিম রেজা শাহ এই তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন।
রমনা গ্রামের ১৭ টি পরিবার এখনও পর্যন্ত আবাস যোজনার কোন রকম সুযোগ-সুবিধা পাননি। তাদেরকে ঘর দেওয়ার নামে কারোর কাছে ৩০ হাজার তো কারোর কাছে ৫০ হাজার এই ভাবে টাকা নিয়েছেন তিনি, এমনটাই অভিযোগ আনছেন বাসিন্দারা। ওই ১৭ টি পরিবারকে ঘর দেওয়া হবে এমনটা জানিয়ে প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত কোন সাহায্য এসে পৌঁছায়নি পরিবারগুলির কাছে।
আরও পড়ুনঃ স্ত্রীর মর্যাদার দাবিতে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় গৃহবধূ
বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে প্রায় ২৩ লক্ষ কুড়ি হাজার টাকা আত্মসাৎ করেছেন ওই কাউন্সিলর, এমনটাই দাবি করছেন এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তবে সেলিম রেজা শাহ কে এবিষয়ে জানতে গেলে উনি জানান, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং সম্পূর্ণ বিজেপি দলের কারসাজি।
কিন্তু বিজেপির পক্ষ থেকে কোন রকম অভিযোগ করা হচ্ছে না বরং শাসক দলেরই সকলে উনার উপর অভিযোগ আনছেন বলতে গেলে উনি জানান আগামী দিনে বদনামকারীরা বিজেপিতে যোগদান করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584