পিয়ালী দাস,বীরভূমঃ
বাঘ, হনুমানের পর এবার খ্যাপা কুকুর।
কুকুরের কামড়ে আহত ৪৫ জন।কুকুর আতঙ্কে চরম উৎকণ্ঠায় বীরভূমের নাগরী পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ।এর কারণে অতিষ্ঠ নগরী পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম।নগরী,পাতার, কামারডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রামে এখন তাড়া করে বেড়াচ্ছে ক্ষ্যাপা কুকুরের আতঙ্ক।কুকুরের কামড়ে আহত ৪৫ জন গ্রামবাসী। বাদ নেই শিশু ও মহিলারাও।গ্রামবাসীদের অভিযোগ গত তিন থেকে চারদিন ধরে একটি ক্ষ্যাপা কুকুর রীতিমতো তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে গ্রামগুলিতে। বাড়ির বাইরে বেরোলেই খেতে হচ্ছে কুকুরের কামড়।স্কুলে যেতে পারছেনা ছাত্রছাত্রীরা,বাড়ির বাইরে বেরোতে পারছে না বাড়ির মহিলারা।লাঠি হাতে বাড়ির বাইরে পা দিচ্ছে পুরুষরা।স্কুল যেতে গিয়ে আহত হয়েছে তপন হেমরম নামে এক ছাত্র,বাড়ির পাশের টিউবয়েলের জল নিতে গিয়ে কুকুরের রোষের মুখে পড়েছে গুলু বাগদি নামে এক মহিলা।
সিউড়ি সদর হাসপাতালে ইতিমধ্যেই চিকিৎসা করিয়েছেন প্রায় ৩০ জন গ্রামবাসী।কিন্তু সেখানেও বিপত্তি,পর্যাপ্ত পরিমাণে ওষুধ পাওয়া যাচ্ছে না সিউড়ি সদর হাসপাতালে এমনটাই অভিযোগ করছে গ্রামবাসীরা।যদিও বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরী জানাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ওষুধ রয়েছে সিউড়ি সদর হাসপাতালে,চিকিৎসার কোন অসুবিধা হবে না।
আরও পড়ুনঃ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিকল পরিস্রুত পানীয় জলের কল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584