নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
স্কুলের মিড-ডে মিলের খাদ্য সামগ্রী চুরি করার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়েছে গোটা এলাকায়, অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২নং ব্লকের খড়ুইগড় হাই স্কুলে।
জানা গিয়েছে, ওই স্কুলের শিক্ষক মিড-ডে মিলের সামগ্রী জ্বালানি, চাল, ডাল চুরি করছিল সেই সময় গ্রামবাসীরা ওই শিক্ষককে হাতে নাতে ধরে ফেলে। গ্রামবাসীরা স্কুলের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখান।
যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক অনুপ সাউ বলেন, আমাদের স্কুলের রান্নার জ্বালানি স্টক হয়ে রয়েছে, ক্লাসরুম খালি করতে হবে তাই প্রধান শিক্ষক নিত্যানন্দ জানার কথামতো মিড-ডে মিলের দায়িত্বে থাকা আমি এবং সহকর্মী সংকেত জানা দুই জন মিলে আলোচনা করে কাঠ মিলের মালিককে ডেকে কাঠ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি।
জ্বালানি কাঠ দেওয়ার সময় গ্রামবাসীরা বাধা দেয় এবং আমাকে আটকে রাখে। আমি প্রধান শিক্ষককে ফোন করি যেহেতু উনি এইসব বিষয়ে দায়িত্বে রয়েছেন ৷
আরও পড়ুনঃ রাহুল গান্ধীর ওপর হামলার প্রতিবাদে কান্দিতে কংগ্রেসের পথ সভা
আসবেন বললেন, কিন্তু এতক্ষণ আসছেন না কেন বুঝতে পারছি না। না এসে এই চুরির দায়ভার আমার উপর চাপিয়ে দেওয়ার কারণও বুঝতে পারছি না ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584