নবগ্রাম থানার পলসনডা পোস্ট অফিসে তালা মেরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

0
91

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

Palsanda post office | newsfront.co
পলসন্ডা পোস্ট অফিস। নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পলসনডা পোস্ট অফিসে তালা মেরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে প্রতিদিন অফিস না খোলায় সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হয়। দূরদূরান্ত থেকে মানুষ এসে পোস্ট অফিসে নিজের কাজের কোনো সুরাহা না পেয়ে আবার ফিরে যেতে হয়। এর আগেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল পোস্টমাস্টারকে।

Post master | newsfront.co
পোস্টমাস্টার। নিজস্ব চিত্র

পোস্টমাস্টার কথা দিয়েছিল যে, নির্দিষ্ট সময়ে এরপর থেকে অফিস খোলা হবে। কিন্তু কে কার কথা শোনে এক সপ্তাহ নির্দিষ্ট সময়ে অফিস খোলার পর আবার শুরু হয় বেলা একটার সময়। এতে গ্রামবাসীরা আক্রোশে ফেটে পড়েন এবং বিক্ষোভ শুরু করেন। পোস্ট অফিসের স্টাফদের অনেক অনুরোধে গ্রামবাসীরা এদিন বিক্ষোভ তুলে নেয় তারা।

Post office | newsfront.co
নিজস্ব চিত্র

গ্রামবাসীদের বক্তব্য, ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে যাব। ঘটনাস্থলে উপস্থিত হন নবগ্রাম ব্লক কংগ্রেসের পূর্ব জোনের সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব। ওনারও পোস্ট অফিসের বিশেষ কাজ ছিল বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ বেহাল রাস্তা! ঘটছে দূর্ঘটনা, রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের

এও জানান পলসন্ডা মোড়ে নিজস্ব কোন পিন কোড পোস্ট অফিস ছিল না নবগ্রামের পিন কোড ৭৪২১৮৪ ব্যবহার করে পোস্ট অফিস চলত পোস্ট অফিসের নতুন পিনকোড ৭৪২২৩৮ যেটা হয়েছে সেটা প্রণব মুখার্জির হাত ধরেই করানো হয়েছে। পোস্ট অফিসের সব রকম কাজ হওয়ার কথা সেখানে অনলাইন সুবিধা নেই বিভিন্ন মানুষকে দিনের-পর-দিন হয়রানি হয়ে ঘুরে যেতে হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here