বরাদ্দ হওয়া টাকাতেও সংস্কারহীন রাস্তা, দুর্ভোগে এলাকাবাসী

0
81

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

সম্পূর্ণ রাস্তার সংস্কারের জন্য জেলাপরিষদে জমা রয়েছে ৪ কোটি টাকা, আবারও বরাদ্দ হচ্ছে ১ কোটি কিন্তু সেই টাকা খরচ না হওয়ায় দীর্ঘ ৭ বছরেও সম্পূর্ণ হয়নি রাস্তার সংস্কারের কাজ। অথচ টাকা পড়ে রয়েছে পশ্চিমমেদিনীপুর জেলা পরিষদে।

Damaged road | newsfront.co
বেহাল রাস্তা ৷ নিজস্ব চিত্র

পশ্চিমমেদিনীপুরের বেলদা থানার খাকুড়দার কাছে ধনেশ্বরপুর থেকে মােহনপুর পর্যন্ত ২৪ কিমি বিস্তীর্ণ এই রাস্তা। নারায়ণগড়, দাঁতন-২ ও মােহনপুর ব্লকের মধ্যে যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে সেই ২০১৩ সালের ডিসেম্বর মাস থেকে ।

Nirmal Ghosh | newsfront.co
নির্মল ঘোষ, পূর্ত কর্মাধ্যক্ষ ৷ নিজস্ব চিত্র

মােহনপুরের দিক থেকে নারায়ণচক পর্যন্ত রাস্তাটি তৈরি হয়ে গেলেও এখনও রাস্তাটি তৈরির কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে ধনেশ্বরপুর থেকে তুরকা পর্যন্ত। আট কিমি ব্যাপী এই রাস্তাটি এখন যাতায়াতের একেবারে অযােগ্য হয়ে গিয়েছে। তার মধ্যে দাঁতন ২ ব্লকের খন্ডরুই থেকে তুরকা পর্যন্ত রাস্তার একেবারে বেহাল দশা।

Jumna Khan | newsfront.co
জুমনা খান, স্থানীয় বাসিন্দা৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জেলা পরিষদ ভবনে করোনা রোগী,স্যানিটাইজ করা হল এলাকা 

সামান্য বৃষ্টিতে গােটা রাস্তাটিতে এক একটি ডােবা তৈরি হয়। ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আর রাস্তাটি পুরােপুরি তৈরি না হওয়াতে দাঁতন-২ নম্বর ব্লকের সাবড়া, তুরকা, জেনকাপুর ও মােহনপুর ব্লকের শিয়ালসাই গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

Ajit Bera | newsfront.co
অজিত বেরা ৷ স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অবৈধ বালি, পাথর বোঝাই তিনটি ট্রাক সহ গ্রেফতার ২

স্থানীয় বাসিন্দাদের অভিযােগ, বেহাল রাস্তায় অনবরত ঘটছে দুর্ঘটনা।এলাকায় থাকা দুটি হাসপাতালে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। বারবার প্রশাসন থেকে জন প্রতিনিধি সকলের কাছে দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি।পথ অবরোধ থেকে নানা আন্দোলন সবই করা হয়েছে।

Sabra | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু রাস্তা সংস্কার রয়েছে সেই তিমিরেই। তবে এদিকে আশার বাণী শুনিয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘােষ। তিনি বলেন জেলা পরিষদের অন্তর্গত এই রাস্তাটির বাকি কাজ করার জন্য জেলা পরিষদে ৪ কোটি টাকা রয়েছে।

road damage | newsfront.co
নিজস্ব চিত্র

তার সঙ্গে আর ১ কোটি টাকা যােগ করে মােট পাঁচ কোটি খরচ করে রাস্তাটির বাকি কাজ করা হবে। যদিও দীর্ঘ ৭ বছরে বহুবার আশ্বাস পেয়েও কাজ না হওয়ায় বাস্তবায়নের বিষয়ে সন্দিহান এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here