নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মেরামতি না হওয়ায় এবার রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের পিঁয়াজপোখর গ্রামের রাস্তা সংস্কার না হওয়ার প্রতিবাদে এবার ধানের চারাগাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গত দশ বছর রাস্তার কোন সংস্কারের কাজ হয়নি।
আরও পড়ুনঃ একাধিক দাবি নিয়ে পথে নামল এসএফআই
নতুনভাবেও তৈরি হচ্ছে না রাস্তা। বারবার চুটিয়াখোর পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানোর পরেও কোন কাজ হচ্ছে না। গ্রামবাসীরা রাস্তায় ঠিকমত চলাচল করতে পারছেন না। বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তাই বাধ্য হয়েই কর্দমাক্ত রাস্তায় ধান চারা রোপন করে বিক্ষোভ দেখাতে হচ্ছে। এরপরেও রাস্তা যদি পাকা না করা হয় তাহলে জোরদার আন্দোলনে নামতে বাধ্য হব।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584