নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ডোমকলের কুশাবাড়িয়া গ্রামের খাস পাড়ার কয়েক শতাধিক মানুষ বেশ কিছু দিন থেকে চরম দুরাবস্থার স্বীকার হচ্ছেন। সমস্যা হচ্ছে বর্ষার জল জমার কারণে। জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে থাকার কারণেই এই সমস্যা। তাই সেই এলাকা পরিদর্শন করলেন সিপিআইএমের বাগডাঙ্গা এরিয়া কমিটির এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান (রানা), বাগডাঙ্গার এরিয়া সম্পাদক আয়ুব আলী সহ অন্যান্য নেতৃত্ব।
এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টি হলেই বাড়ির মধ্যে হাঁটু সমান জল জমে জমে যাচ্ছে। সাপ সহ বিষাক্ত পোকা মাকড় ঘরের মধ্যে উঠে পড়ছে। যাতায়াতের ভীষণ রকম সমস্যা হচ্ছে। দিনের পর দিন জল জমে থাকার ফলে গোটা পাড়ায় পচা দুর্গন্ধ বেরোচ্ছে।
আরও পড়ুনঃ বিভ্রান্তি রোধে রেশন ডিলারদের নিয়ে প্রশাসনিক বৈঠক
স্থানীয় পঞ্চায়েত সদস্যা এবং প্রধানকে জানিয়েও এই সমস্যার সুরাহা হয়নি। গোটা পাড়ার জল বের করার জন্য যে ক্যানেল রয়েছে, সেটি দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি।
সেই ক্যানেলের মুখে রয়েছে একটি কালভার্ট। সেই কালভার্ট টি বুজিয়ে দেয়া হয়েছে, কারণ কালভার্টের সামনে পুকুর খনন করে মাছ চাষ করা হচ্ছে। এলাকাবাসী অভিযোগ করছেন গ্রামের এক সময়ের প্রভাবশালী ব্যক্তি অজিত মালিথ্যা ঐ কালভার্ট বন্ধ করেছেন। বর্তমানে উনার পূত্রবধূ পঞ্চায়েত সদস্যা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584