নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের খন্যাডিহি অঞ্চলের পূর্ব সাওড়াবেড়িয়া গ্রামে আমপানে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে এসে পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা ক্ষোভের মুখে পড়েন গ্রামবাসীদের। বিক্ষোভের মুখে পড়েন প্রধান সুপ্রিয়া পাঁজা, একজিকিউটিভ সহ অন্যান্য তৃণমূলের সদস্যরা।
গ্রামবাসীদের অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তালিকার মধ্যে রয়েছে অজস্র কারচুপি। এছাড়াও রেশন কার্ড ব্যবস্থা, একশো দিনের কাজ, আমপানের ত্রান সহ নানা ধরনের সমস্যা নিয়ে একরাশ ক্ষোভ গ্রামবাসীরা উগরে দেন প্রধানের কাছে। অঞ্চল প্রধান সুপ্রিয়া দেবী বলেন যে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে গিয়েছিলাম। এলাকার মানুষের দাবি প্রতিটা ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করতে হবে। তবে অন্য কিছু নিয়ে কিছুই বলেননি এলাকাবাসী।
আরও পড়ুনঃ শাড়ি বুননের মজুরি কম, প্রতিবাদে লাল ঝান্ডা হাতে মিছিল শ্রমিকদের
যদি কোন সমস্যা থাকে লিখিত ভাবে পঞ্চায়েত স্তরে জানালে আমরা অবশ্যই খতিয়ে দেখব। যদিও কোলাঘাট বিজেপি মন্ডল সভাপতি বিশ্বনাথ রাম বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ ত্রান পাচ্ছে না। আমপান ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির ত্রান নিয়ে রাজনীতি করছে তৃণমূলের প্রধান।এজন্যই সাধারণ মানুষ প্রধান কে ঘিরে বিক্ষোভ দেখায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584