নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
গ্রামে ভোট আসে, আবার ভোট চলেও যায়। কিন্তু এলাকায় দুর্ভোগের কোন পরিবর্তন হয়নি। ফালাকাটার বড় ডোবার মুজনাই নদীর উপর সেতুর দাবি বহু বছরের। কিন্তু সেই দাবি এখনও পূরণ হয়নি। জানা গেছে, বাম আমল থেকেই সেতুর দাবি উঠে আসছে। ভোট এসে, চলেও যায় শুধু প্রতিশ্রুতিই থেকে যায় ।
সমস্ত রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা এসে গ্রামবাসীদের ভোটের আগে শুধু প্রতিশ্রুতি দিয়ে যায়, যে এবার ভোটে জিতলে এই নদীর উপর সেতু তৈরি করা হবে। কিন্তু ভোটে জিতে যাবার পরেই , সবাই ভুলে যায়। এমনই অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সামনে আবার আসছে ভোট, ভোটের আগে আবার সমস্ত নেতা-মন্ত্রীরা আসবেন গ্রামে এবং তাদের প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়ে যাবেন। আজ পর্যন্ত এই সেতুটি নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রামবাসীদের ।
আরও পড়ুনঃ কৃষিবিলের প্রতিবাদে মাদারিহাটে পথ অবরোধ
বাসিন্দাদের আশঙ্কা যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। বিশেষ করে বর্ষাকালে এই গ্রামের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কৃষকরা তাদের জমির ফসল ফালাকাটার কৃষক বাজারে নিয়ে আসতেও খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা । এছাড়াও অসুস্থ রোগীদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়াতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584