কান্দিতে অবৈধভাবে পুকুর ভরাট করায় বিপাকে গ্রামবাসীরা

0
65

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত ৭নম্বর ওয়ার্ড রসোড়া এলাকায় একটি পুকুর অবৈধভাবে ভরাট করায় জল নিকাশের সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে বিগত কয়েক বছর ধরে অবৈধভাবে ওই পুকুরটি ভরাট করা চলছে। পুকুরটি ভরাট হয়ে যাওয়ার ফলে বর্ষাকালে বৃষ্টির জল নিকাশির এর অভাবে রাস্তায় জল জমা হয়ে থাকছে।

illegally filled pond | newsfront.co
নিজস্ব চিত্র

গ্রামবাসীদের অভিযোগ পুকুরের মালিক অবৈধভাবে মাটি ফেলে পুকুর ভরাট করেছে। কিন্তু পুকুরের মালিকের দাবি ওই পুকুরটি নোংরা আবর্জনা পড়ে থেকে সংস্কারের অভাবে বন্ধ হয়ে গেছে। তবে কান্দি পৌরসভার প্রশাসক তথা কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার জানান ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বা কো-অর্ডিনেটর সঙ্গে যোগসাজশে এই পুকুর ভরাট করেছে পুকুরের মালিক।

local resident | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বন্যা কবলিত ঘাটালে সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ

এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি কান্দি পৌরসভায়। তবে অভিযোগ জানিয়েছিল ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর বা কাউন্সিলর গৌতম রায়কে কিন্তু তিনি পৌরসভায় সে বিষয়ে কোনো আলোচনা করেননি। অপূর্ব সরকার আরো জানিয়েছেন, আইনানুগভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কান্দি পৌরসভার পক্ষ থেকে।

কান্দি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বা কো-অর্ডিনেটর তথা বিজেপি নেতা গৌতম রায় জানান তিনি যখন ওই ওয়ার্ডের কাউন্সিলর বা কো-অর্ডিনেটর ছিলেন তখন কান্দি পৌরসভার প্রশাসক ছিলেন অপূর্ব সরকার তাই কান্দি পৌরসভার ১৮টা ওয়ার্ডে কোথায় কি হচ্ছে সেটা তার জানা উচিত ছিল।

আরও পড়ুনঃ করোনা সচেতনতায় কড়া পদক্ষেপ কান্দি পুলিশের

অপূর্ব সরকার তখন গৌতম রায়ের নেতা ছিলেন বলে গৌতম রায় মন্তব্য করেন। তিনি আরো জানান, এ বিষয়ে তাকে কেউ কোনো লিখিত বা মৌখিক অভিযোগ জানায়নি। তবে অবৈধভাবে পুকুর ভরাট করার পর থেকে রাস্তায় বর্ষার জল জমে থাকায় ভোগান্তির শিকার হচ্ছে যেমন গ্রামবাসী তেমনি তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে কান্দির রাজনীতির মানচিত্রে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here