নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের, জলঙ্গী পঞ্চায়েত এলাকার, জলঙ্গী হাই স্কুলের পাশেই দাড়পাড়া গ্রাম।
এই গ্রামে প্রায় ১২ টি পরিবার বসবাস করেন।
কিন্তু গত চার মাস ধরে বৃষ্টির জল জমে রয়েছে, গ্রামের মানুষ স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসে একাধিক বার জানালেও কোন সমাধান হয়নি বলে অভিযোগ।
এমনকি একটি বারের জন্যও গ্রাম পরিদর্শন করতে আসেননি জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকগণ।
গ্রামবাসীর একাংশের দাবি বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, কখন ডুবে যাবে সেই ভয়ে দিন কাটাচ্ছে তারা এবং সাপের উৎপাতও বেড়েছে।
ফলে বাড়িতে সাপ দেখে সকলে বাড়ি ছেড়ে অন্যের বাড়ি রাত কাটাচ্ছে। সব থেকে বেশি সমস্যা, বাড়ি থেকে শৌচাগার সব জলে ডুবে গিয়েছে। আর তাই অন্যের বাড়ির শৌচাগার ব্যবহার করতে হচ্ছে।
আরও পড়ুনঃ আসামি ছাড়াতে থানায় হামলা,শাসকদলের বিরুদ্ধে অভিযোগ
এই ভাবে আর কত দিন অন্যের বাড়ির শৌচাগার ব্যবহার করতে হবে সেই চিন্তায় চিন্তিত স্থানীয়রা।মূলত এখন সরকারের সাহায্যের অপেক্ষায় রয়েছে গ্রামের সাধারণ অসহায় মানুষ।যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধান মমতা হালদার এই বিষয়ে মুখ খোলেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584