নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

দীর্ঘদিন ধরে নেতারা প্রতিশ্রুতি দিলেও মেলেনি রাস্তা। বাধ্য হয়ে মাঠের আল দিয়ে যাতায়াত করতে হয়। ওই এলাকায় ঢোকার মুখে রয়েছে জল বেরোনোর নালা। আর সেটিও বর্ষাকালে জলপূর্ণ হয়েগেলে ঘুর পথে যাতায়াত করতে হয়।

নেতাদের প্রতিশ্রুতি মতো কালভার্ট বা হিউম পাইপ না মেলায় ইলেকট্রিক পোল দিয়ে সেতু বানিয়ে চলাফেরা করে এলাকার বাসিন্দারা। ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এরকম দুরাবস্থার সম্মুখীন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকাবাসী।
আরও পড়ুনঃ দৌলতাবাদে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার

দক্ষিণ খয়েরবাড়ি বন সংলগ্ন দক্ষিণ দেওগাঁও এলাকায় কয়েক পরিবারের বসবাস। তাদের অভিযোগ, ভোট আসার আগে নেতারা প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট মিটে গেলে আর তাদের দেখা মেলে না। তাদের দাবি, আমরা শুধু রাস্তা আর সেতু চাই, আর কিছু চাই না।
আরও পড়ুনঃ বাঘকে বিড়াল ভেবে বিপত্তি ফাঁসিদেওয়ায়, রেঞ্জার-সহ আহত ৫
এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য ভদ্র সাঁওতাল বলেন, “জমি জটের জন্য রাস্তা নির্মাণে সমস্যা হচ্ছে এবং ইলেকট্রিক পোলের সেতুর জায়গায় কালভার্ট তৈরির পরিকল্পনা চলছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584