নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কাঞ্চন নদীর জলের তোড়ে ভেঙে যাওয়া অস্থায়ী সেতুর বিকল্প হিসেবে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করলেন। রবিবার সেই সাঁকো দিয়েই লোক চলাচল শুরু হয়েছে। যদিও রামপুর পঞ্চায়েতের পক্ষ থেকে নদীর ওপর সেতু তৈরির আশ্বাস দেওয়া হয়েছিল৷
কিন্তু, জলের তোড়ে নদীর ওপরের অস্থায়ী সেতুটি ভেঙে যায় ৷ এরপরেই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগেই বাঁশের সাঁকো টি তৈরি করেন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের মহারাজাহাট এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কাঞ্চন নদীর জলের স্রোতে আচমকাই ভেসে যায় অস্থায়ী সেতুটি ৷
আরও পড়ুনঃ অধীরের বাড়িতে দুষ্কৃতী হামলা
এরফলে জল ঢুকতে শুরু করে গ্রামের ভেতরেও ৷ অস্থায়ী সেতুটি ভেঙে যাওয়ার কারণে প্রায় ২৬ কিলোমিটার পথ ঘুরে রায়গঞ্জ শহরে যাতায়ত করতে হচ্ছিল বাসিন্দাদের ৷ পুরো বিষয়টি জানানো হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতে৷ গ্রামবাসীদের দাবি, স্থানীয় রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা রায়গঞ্জ ব্লক বা জেলা প্রশাসনের তরফে কোনও আধিকারিকের তরফেই কোন উদ্যোগ নেওয়া হয়নি।
বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করার উদ্যোগ নেন। রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল সরকার বলেন, “বাঁশের সাঁকো বানানোর ব্যবস্থা করার জন্য আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম৷ কিন্তু, সেখানে পৌঁছে দেখি গ্রামবাসীরা নিজেদের উদ্যোগেই সাঁকোটি নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন৷ সাঁকোটির পাশাপাশি একটি নৌকার ব্যবস্থাও করেছি”৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584