নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
নদীর উপর থাকা বাঁশের সাঁকো ভেঙ্গে পড়েছে কিছুদিন আগে। লকডাউনের মধ্যে আর নতুন সাঁকো তৈরি করা হয়নি। এদিকে, বাড়ি থেকে চাষের জমিতে যেতে টপকাতে হয় টাঙন নদী। এবার গ্রীষ্মকালেও নদীর জল অনেকটাই কম থাকার কথা।

কিন্তু প্রতি বছর শুকনো থাকলেও এবার নদীতে জল ভরতি৷ এদিকে নদীর ওপারে চাষিদের এক হাজারেরও বেশি বিঘা জমি৷ মাঠের বোরো ধান এখনই কাটতে হবে৷ এবছর গরমেও প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে ৷ সমস্যায় পড়ে গিয়েছিল পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় পাঁচশো চাষি৷
আরও পড়ুনঃ রতুয়ায় স্যানিটাইজেশন শুরু
এই সমস্যা মেটাতে তাঁরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতি, ব্লক দফতরেরও দ্বারস্থ হয়েছিলেন৷ কিন্তু কোনও সমাধান হয়নি। শেষ পর্যন্ত তারা দ্বারস্থ হন এলাকার জেলা পরিষদের সভাধিপতির৷ সভাধিপতির বাঁশ জোগারের ব্যবস্থা করে দেন। তবে শ্রমিক জোগার না হওয়ায় সমস্যা মেটাতে গ্রামবাসীরা নিজেরাই নদীর উপর সাঁকো তৈরি করতে নেমে পড়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584