নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গ্রামে ঢুকতে দেওয়া হবে না পরিযায়ী শ্রমিকদের। পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফেরার খবর পাওয়ার পরেই ব্যাপক উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার জালিমন্দা গ্রামে। ভাঙচুর করা হল পরিযায়ী শ্রমিকদের বাড়ি। ব্যাপক মারধর করা হল পরিযায়ী শ্রমিকের বাবা ও ভাইকে।

আশঙ্কাজনক অবস্থায় পরিযায়ী শ্রমিকের বাবা মেঘনাথ সামন্ত চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রে সোনার কাজে গিয়েছিল জালিমন্দার দুই পরিযায়ী শ্রমিক।

আরও পড়ুনঃ ফুল চাষীদের ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি প্রদান মন্ত্রীকে
লকডাউনের জেরে দীর্ঘদিন আটকে থাকার পর সরকারের অনুমতি নিয়ে গ্রামে ফেরার উদ্যোগ নেয় পরিযায়ী শ্রমিকরা। এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই পরিযায়ী শ্রমিকদের পরিবারের ওপর চড়াও হয় গ্রামবাসীরা। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584