নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সম্প্রতি এক টানা বৃষ্টিতে শিলাবতী নদীর জলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাসপুরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়। এখনো ওই এলাকাগুলির বেশিরভাগ মানুষ নৌকোতে যাতায়াত করেন। যখন ধীরে ধীরে জল কমতে শুরু করেছিল ঠিক সেই সময় মঙ্গলবার ভোর থেকেই একনাগাড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে ঘাটাল ও দাসপুরের বন্যা কবলিত এলাকার বাসিন্দারা ফের বানভাসি হওয়ার আশঙ্কা করছেন। ওই এলাকায় ইতিমধ্যে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে।
বন্যার জলে বিভিন্ন জায়গায় থাকা পানীয় জলের কল গুলি ডুবে গিয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। এখনো কোথাও রাস্তার উপর এক কোমরের বেশি জল রয়েছে,তাই মানুষজন নৌকোতে করে যাতায়াত করছেন। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যেমন ত্রাণ দেওয়া হয়েছে, তেমনি পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় মানুষদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে। তবে যেভাবে মঙ্গলবার ভোর থেকে বৃষ্টি হচ্ছে তাতে ক্রমশ চিন্তার ভাঁজ কপালে পড়ছে এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুনঃ গোপালপুর চা বাগান থেকে লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার
তাদের আশঙ্কা এর ফলে শিলাবতী নদীতে আরও জল বাড়বে এবং তাদের বানভাসি হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হবে। তবে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে বর্তমান পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে এবং বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে। যদি সেরকম পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে বন্যা মোকাবিলা করার জন্য যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা গ্রহণ করে রাখা হয়েছে।
আরও পড়ুনঃ জল নিষ্কাশনের দাবিতে পথ অবরোধ শিলিগুড়িতে
সরকারি ভাবে বেশ কিছু এলাকায় মানুষের জন্য নৌকো নামানো হয়েছে। কিন্তু আকাশের অবস্থা ভালো নয় তাই ওই এলাকার বাসিন্দারা চিন্তায় রয়েছেন। মাঠে ধান চাষ ও সবজি ফসল নষ্ট হয়ে গিয়েছে। তার উপর যদি বৃষ্টি হয় তাহলে ঘরবাড়ি ডুবে যাবে বলে তারা আশঙ্কা করছেন ।
তাই ঘাটাল দাসপুরের বেশ কিছু এলাকার বাসিন্দারা ফের বানভাসি হওয়ার আশঙ্কা করছেন। ঘাটালের শ্রীরামপুর, আড় গোড়া , নিশ্চিন্তপুর, অজবনগর,শুকচাঁদপুর এলাকা এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে তেমনি দাসপুরের রাজনগর সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম এখনো জলের তলায় রয়েছে। তাই ওই এলাকার বাসিন্দারা ফের বানভাসি হওয়ার আশঙ্কা করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584