নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কুলিক, নাগর ও সুধানি নদীর সঙ্গে এবার পাল্লা দিয়ে বাড়ছে মহানন্দার জলস্তর। মহানন্দার জলে প্লাবিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বেশ কয়েকটি এলাকা। সেখানকার কয়েকটি বাড়িতে নদীর জল ঢুকে পড়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারগুলি।
স্থানীয় বাসিন্দা গৌড়াঙ্গ বর্মন জানিয়েছেন, ‘২০১৭ সালে যেভাবে বন্যা হয়েছিল, এবারও সেরকম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কেন না সেবারের মতোই এবারেও মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। নদীর জলে এলাকার বাড়ি-ঘর ও পাশ্ববর্তী গ্রামের বাড়িগুলিতে জল ঢুকে যাওয়ায় আমাদের চরম ক্ষতি হয়েছে। এমনকি বহু জমির ফসল জলের তলায় চলে গিয়েছে। এই অবস্থায় বাড়ি-ঘর ছেড়ে অনেকেই স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন।’
আরও পড়ুনঃ হাসপাতাল উন্নয়নের দাবিতে শালবনি ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি বামেদের
এবিষয়ে এলাকার জেলা পরিষদের সদস্যা বিউটি বেগম জানিয়েছেন, ‘কয়েক দিনের বৃষ্টির ফলে আমার নির্বাচনী ক্ষেত্র এলাকায় মহানন্দা নদীর ধারের কয়েকটি গ্রামের বাড়িতে জল ঢুকে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহযোগিতা করার জন্য ব্যবস্থা করা হচ্ছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584