পুজোর মুখে নদী ভাঙন কুল্পিতে, আশঙ্কায় এলাকাবাসী

0
86

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

হুগলী নদীর বাঁধ ভেঙে বিপত্তি। দেখা দিয়েছে কুল্পি ব্লকের হাঁড়ার গায়েন পাড়ার নদীর বাঁধে ভাঙন। পুজোর মুখে একাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় দিনগুনছে প্রত্যন্ত এলাকাবাসী। দেখা নেই প্রশাসনের। এই ভাঙনের ফলে বসত বাড়ির পাশাপাশি চাষের জমির ক্ষতির আশঙ্কা রয়েছে। এরফলে কুল্পি থেকে ডায়মন্ড হারবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

bdo officer | newsfront.co
‌স‌ঞ্জিব সেন, কু‌ল্পির বি‌ডিও। নিজস্ব চিত্র

প্রায় পঞ্চাশ মিটার বাঁধ ভেঙেগিয়েছে। অভিযোগ, ২০১১ সালে পালা বদলের পর হাঁড়ার দীর্ঘ বাঁধ নির্মাণ হয়। তৎকালীন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন শ্যামল মন্ডল। কংক্রিটের বাঁধ নির্মাণে পিচিং করার কথা ছিল। কিন্তু হয়েছে ইঁটের বাঁধ। কুল্পি থেকে ডায়মন্ড হারবার সহজ ভাবে আসা যেতো হাঁড়ার এই বাঁধ দিয়ে । চলত পাভ্যান,ইঞ্জিন ভ্যান ,ম্যাজিক গাড়ি ,মোটর বাইক ।

আরও পড়ুনঃ বালুরঘাটে বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু মহিলার

তবে হুগলী নদীর স্রোত বিপদ হয়ে দাঁড়ায় বাঁধে। প্রতিনিয়ত জাহাজ,ট্রলার ,নৌকা চলাচলে বাঁধ দুর্বল হতে থাকে। আজ সকালে ধীরে ধীরে নদী গর্ভে চলে যেতে থাকে হাঁড়ার নদীর বাঁধ। বিচ্ছিন্ন হয় আট থেকে দশটি গ্রামের যোগাযোগ।

ভাটার সময় বাঁধ ভাঙায় জোয়ার শুরু হতেই একের পর এক বাঁধ নদী গর্ভে ধসে পরে। জোয়ারের জল ঢুকে পড়ে এলাকায়। পঞ্চায়েত প্রধান পরিদর্শনে এলেও কাজের ক্ষেত্রে কোন রকম তৎপরতা দেখাননি। ফলে পুজাের মুখে করোনার সময় আতঙ্কে দিন গুনছে এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here