নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার শাঁখা ভাঙা গ্রামে বুধবার সকালে আচমকা দুটি দাঁতাল হাতি ঢুকে পড়ে। যার ফলে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রকাশ্য দিবালোকে বুধবার সাতসকালে গ্রামে ২ টি পূর্ণ বয়স্ক দাঁতাল হাতি ঢুকে পড়ায় গ্রামবাসীরা কার্যত গৃহবন্দি হয়ে পড়েন।
হাতি ২ টি ওই গ্রাম জুড়ে তাণ্ডব চালায়। সেই সঙ্গে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়ায়। গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানায় ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের কর্মীরা। তবে বন দফতরের কর্মীদের আসার আগেই হাতি দুটি বেশ কয়েকটি মাটির বাড়ির ক্ষতি করেছে, এমনকি পাকা বাড়ির দেওয়ালও ভেঙে দিয়েছে, সেই সঙ্গে ওই এলাকায় ফসলেরও ব্যাপক ক্ষতি করেছে। গ্রামবাসীদের সহযোগিতায় বন দফতরের কর্মীরা প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় হাতি দুটিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়।
আরও পড়ুনঃ জলের তোড়ে ভেঙে গেল ব্রিটিশ আমলে তৈরি সেতু
যেভাবে প্রকাশ্য দিবালোকে গ্রামে ঢুকে দুটি হাতি তাণ্ডব চালিয়েছে তা দেখে এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা বন দফতর কে জানিয়েছে ওই এলাকায় থাকা হাতিগুলিকে অন্যত্র পাঠানোর জন্য ।বন দফতরের পক্ষ থেকে জানানো হয় যে যাদের হাতির হামলায় ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সঙ্গে ওই এলাকায় থাকা হাতি গুলির উপর বন দফতরের পক্ষ থেকে নজরদারি রাখা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584