ফরাক্কায় অব্যাহত গঙ্গার ভাঙন, এবার হোসেনপুরচর

0
96

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

breaking | newsfront.co
ভাঙন। নিজস্ব চিত্র

ফারাক্কার কুলিদিয়ার চরের গঙ্গার ভাঙনের পর এবার নতুন করে গঙ্গার ভাঙনের কবলে পড়েছে ফরাক্কা হোসেনপুরচর।গত দুই দিন ধরে শুরু হয়েছে ফরাক্কা হোসেনপুরচরের গঙ্গা ভাঙন ৷

water | newsfront.co
নিজস্ব চিত্র

আর এই গঙ্গা ভাঙনের ফলে স্বভাবতই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এলাকাবাসীরা।

house | newsfront.co
গঙ্গার গ্রাসে বসত বাড়ি। নিজস্ব চিত্র

গত দুই দিন গঙ্গার ভাঙনে প্রায় ৩০টা বাড়ি ঘর গঙ্গার জলে তলিয়ে গেছে ৷ আর গঙ্গার জলে তলিয়ে যাওয়া বাড়ির পরিবারের লোকজনের এখন আশ্রয় গ্রামের এক সরকারি স্কুল এবং রাস্তার পাশে ৷

farmer | newsfront.co
ভাঙন থেকে বাঁচাতে কেটে নেওয়া হচ্ছে পাট। নিজস্ব চিত্র

আর যাতে বাড়ি ঘর গঙ্গার জলে তলিয়ে না যায় তার জন্য এলাকাবাসীরা নিজস্ব বাড়ি ভেঙে সরিয়ে অন্য দিকে নিয়ে যাচ্ছে ৷

man | newsfront.co
তলিয়ে যাওয়ার আগে উদ্ধারের চেষ্টা। নিজস্ব চিত্র

গঙ্গা ভাঙনের আতঙ্কে রয়েছে পাট চাষিরাও৷ তাই নিজেদের জমিতে পাট বাঁচাতে পাট কাটা শুরু করে দিয়েছে ৷স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গত বছরের তুলনায় এই বছর অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে গঙ্গা ভাঙন।

pranab monda | l newsfront.co
প্রবণ মন্ডল, ভাঙনে বিধ্বস্ত ৷ নিজস্ব চিত্র

যখন থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে, সেচদফতর থেকে কুলিডিয়ারচরে গঙ্গার ভাঙন রোধ করার জন্য বালির বস্তা ফেলা শুরু করলেও ফরাক্কা ব্যারেজের তরফ থেকে এখনও কোন হোসেনপুরচরে গঙ্গার ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হয়নি ৷

 

fulkumari monda | newsfront.co
ফুলকুমারি মন্ডল, ভাঙন কবলিত এলাকার বাসিন্দা ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গাছ কেটে প্রাথমিক স্কুল বাড়িতে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য

এর মধ্যেই একটি প্রধান রাস্তা গঙ্গার জলে তলিয়ে গেছে। আর ফরাক্কা ব্যারেজ প্রশাসন অবিলম্বে যদি কোন ব্যবস্থা না নেয় তাহলে হোসেনপুরচরের প্রায় হাজার হাজার পরিবার ঘর ছাড়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here