নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের খড়িকাশুলি গ্রামে অজানা পতঙ্গের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুঁয়োপোকার মতো দেখতে অজানা পতঙ্গ গুলি জাম, শাল সহ বিভিন্ন গাছের পাতা নিমেষের মধ্যে খেয়ে শেষ করে দিচ্ছে। যার ফলে খড়িকাশুলি গ্রামজুড়ে অজানা পতঙ্গের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি খড়িকাশুলি গ্রামে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। তিনি বলেন যেভাবে অজানা পতঙ্গ গুলি জাম,শাল সহ প্রভৃতি গাছের পাতা নিমেষের মধ্যে খেয়ে ফেলছে যার ফলে এলাকার মানুষরা একটু আতঙ্কের মধ্যে রয়েছেন ।
আরও পড়ুনঃ বনসৃজন প্রকল্পের মধ্য দিয়ে বৃক্ষরোপণ শুরু
তিনি বলেন গাছের পাতা খাওয়ার পাশাপাশি যদি চাষের জমিতে ওই অজানা পতঙ্গ হানা দেয় তাহলে ওই এলাকার মানুষেরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন ।তাই তিনি বিষয়টি বন দফতর কে জানিয়েছেন। তিনি গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584