নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার সাত সকালে আচমকা একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল থানার ডালকাটি গ্রামে ঢুকে পড়ে।সাতসকালে গ্রামে হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। হাতিটি গ্রামের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায়।
সেই সঙ্গে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে। গ্রামে হাতি ঢুকে পড়ায় কার্যত গৃহবন্দী অবস্থায় দীর্ঘক্ষণ ঘরের মধ্যে আটকে পড়েন গ্রামবাসীরা । ফোন করে বিষয়টি জানানো হয় বন দফতরকে । খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে সকাল দশটা নাগাদ হাতিটিকে গ্রাম থেকে জঙ্গলের দিকে পাঠায়।
গ্রামবাসীদের অভিযোগ আগে রাতের বেলা হাতি গ্রামে আসত । এখন প্রকাশ্য দিবালোকে গ্রামে হাতি ঢুকে পড়ছে। যেকোন সময়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের আরও অভিযোগ এই এলাকায় বেশ কয়েকটি হাতি রয়েছে।বনদফতরকে হাতি তাড়ানোর জন্য জানানো হয়েছে। কিন্তু এ বিষয়ে বন দফতরের কোন উদ্যোগ চোখে পড়েনি।
আরও পড়ুনঃ জঙ্গীপুরে বেহাল নিকাশী ব্যবস্থা, অভিযোগ স্থানীয়দের
যেভাবে প্রতিদিন হাতি গ্রামে ঢুকে পড়ছে, তাতে ফসলের ক্ষতির পাশাপাশি ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। হাতি গুলি ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন গ্রামে ঢুকে পড়ছে। তাই ওই এলাকার চাষিরা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। সেই কারণে আতঙ্কিত গ্রামবাসীরা বন দফতরকে হাতিগুলিকে তাড়ানোর আবেদন জানিয়েছেন।
আরও পড়ুনঃ মনোরঞ্জনের উপর হামলার প্রতিবাদে মিছিল তৃণমূলের
বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের ফসল ও ঘরবাড়ির হাতি ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে। সেইসঙ্গে বন দফতর হাতিগুলি কে উত্যক্ত করতেও নিষেধ করেছে গ্রামবাসীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584