শ্মশান তৈরির প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদ কোলাঘাটে

0
62

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিকে সৎকার করার জন্য পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রশাসন কলিশ্বর ,বলিশ্বর, দেহাটি ও ধুলিয়ারার নামক ৪ টি গ্রামের সংযোগস্থলে ফাঁকা নির্জন এলাকায় একটি শ্মশান নির্মাণ করবে বলে উদ্যোগ নেয়৷ কিন্তু সেইমতো কাজ শুরুর আগেই কলিশ্বর বলিশ্বর দেহাটি ধুলিয়ারা অঞ্চলের গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন।

burning place | newsfront.co
প্রতিবাদ ৷ নিজস্ব চিত্র

গ্রামবাসীদের মূল অভিযোগ সরকারের মনস্থির করা শ্মশানের জায়গার ওপর দিয়েই প্রতিদিন চাষবাস করতে যায় গ্রামের সাধারণ মানুষ। পাশাপাশি শ্মশানের ১০০ মিটারের মধ্যেই এই ৪ গ্রামের যাতায়াতের মূল রাস্তা। তাছাড়া কিছুটা দূরেই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বসবাস।

block development officer | newsfront.co
মদন মন্ডল, বিডিও কোলাঘাট ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলেরই বিক্ষোভ

সরকারি আধিকারিকরা আমাদের সাথে কোন আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে যে করোনা আক্রান্ত মৃতদেহের দাহ করা হবে। অবিলম্বে এই শ্মশান অন্যত্র সরাতে হবে নচেৎ আমরা বৃহত্তর আন্দোলনে যাব বলে ৪টি গ্রামের প্রায় ২০০ জন গ্রামবাসী হুঁশিয়ারি দেন। যদিও কোলাঘাট ব্লকের বিডিও মদন মন্ডল জানান যে আমরা সরকারি সমস্ত বিধি নির্দেশ মেনে ওখানে শ্মশান তৈরি করাবার সিদ্ধান্ত নিয়েছি।

local person | newsfront.co
শ্যামল দাস, বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী

যেখানে শ্মশান তৈরি করার প্রস্তাব নেওয়া হয়েছে, তার আশপাশে কোন ঘন জনবসতি নেই। ওই শ্মশান করার জন্য আমরা ইতিমধ্যেই তিনটি সর্বদলীয় বৈঠক করেছি।

আজকেও তমলুক এসডিপিওর নেতৃত্বে গ্রামবাসীদের উপস্থিতি সহ সর্বদলীয় বৈঠক আমরা ডেকেছি। তবে আগামী দিনে কী পদক্ষেপ নেয় ব্লক প্রশাসন তা নিয়ে অপেক্ষায় রয়েছে গ্রামবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here