নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

সাগরপাড়া থানা এলাকার ২০ নম্বর সিতানগর বিএসএফ ক্যাম্পের প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল দশায় আছে ২৫ বছর ধরে। এই রাস্তা দিয়ে গ্রামের প্রায় ৩০ হাজার লোক যাতায়াত করে। এই রাস্তার অবস্থা খুবই খারাপ। রুগি ও সাধারণ মানুষের চলাচলের অযোগ্য এই রাস্তা।
গ্রামবাসীর দাবি, অবিলম্বে রাস্তা করতে হবে না হলে ভোট কাওকে দেওয়া হবেনা। বিভিন্ন জায়গায় অনেক বার জানিয়েও কোন লাভ হয়নি বলে জানায় গ্রামবাসীরা। তাই আজ রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখায় তারা।
আরও পড়ুনঃ কোচবিহারে ক্যাজুয়াল কলেজ কর্মীদের বিক্ষোভ
যদিও প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার জানান যে, “বামফ্রন্ট আমলেই যা সব রাস্তা হয়েছে, তারপরে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পরে শুধু রং করে চালাচ্ছে, কোন কাজ করছেনা। আর নিজেদের পকেট ভরতেই ব্যস্ত।” কাটমানির প্রসঙ্গও উত্থাপন করেন তিনি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584