নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের মণিপুর মোড় থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত দীর্ঘ ২৬ কিমি রাস্তার প্রায় সব অংশেই রাস্তা থেকে পিচের আস্তরণ উধাও হয়ে তৈরি হয়েছে বড়বড় গর্ত। সামান্য বৃষ্টি হলে সেই গর্তে জল জমে তা ডোবার আকার নিচ্ছে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তা বেহাল হয়েই ছিল। তিন বছর আগে বন্যায় রাস্তার দুধারের একাধিক জায়গা ধসে গিয়েছে। বিপজ্জনক রাস্তায় বাস চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে ভুটভুটিতে কোন রকমে যাতায়াত করতে হয় নিত্য যাত্রীদের। বাঁধের দুপাশে রয়েছে ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।
আরও পড়ুনঃ একেবারে রক্ত শূন্য রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্ক
ওই সড়কের সঙ্গে যোগাযোগ রয়েছে প্রতিবেশী রাজ্য বিহারেরও। ফুলহার বাঁধের রাস্তার পাশে চারটি হাই স্কুল, দুটি হাই মাদ্রাসা, একটি সিনিয়র মাদ্রাসা,একাধিক প্রাথমিক স্কুল ছাড়াও রয়েছে গোবরাহাট, দৌলত নগর এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েত দফতর, পুলিশ ক্যাম্প, ব্যাঙ্ক সহ একাধিক সরকারি দফতর।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “রাস্তা সংস্কারের ব্যাপারে এলাকার রাজনৈতিক নেতাদের অনেকবারই বলা হয়েছে। প্রতিশ্রুতি ছাড়া এখনও কিছু মেলেনি।” রাস্তাটি সংস্কার না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দেওয়ার কথা চিন্তাভাবনা করছেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584