নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পথ দুর্ঘটনার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসীরা। শনিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে দাঁতনগামী সঞ্জপাড়া এলাকার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
আহত হয় দুই বাইক আরোহী। সূত্রের খবর ওই এলাকায় একটি বড় গর্ত রয়েছে সেখানে জল জমে থাকার ফলে ওই এলাকায় প্রতিনিয়ত পথ দুর্ঘটনা ঘটছে। তাই ওই গর্ত সংস্কারের দাবি জানিয়ে দাঁতন বেলদা জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়।
আরও পড়ুনঃ তৃণমূল পার্টি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে! মন্তব্য সায়ন্তনের
আরও পড়ুনঃ হরিদেবপুরে বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী অন্তঃসত্ত্বা যুবতী
প্রায় বেশ কিছুক্ষণ ধরে চলে এই পথ অবরোধ। খবর পেয়ে বেলদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পথ অবরোধ উঠিয়ে দেয়। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বিষয়টি জানানো সত্ত্বেও রাস্তার মাঝে থাকা ওই গর্তটি মেরামত করার কোন উদ্যোগ নেওয়া হয়নি।
যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটেই চলছে। দ্রুত মেরামত করা না হলে আগামী দিনে ফের পথ অবরোধ করে ওই এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাবেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584