মনিরুল হক, কোচবিহারঃ
অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হল তুফানগঞ্জে। মঙ্গলবার সকালে তুফানগঞ্জের চিলাখানা ১ নং গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি এলাকায় ভূমিরক্ষা কমিটি ও বিজেপির যৌথ উদ্যোগে এই পথ অবরোধ হয়।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিয়াজু গাড়ি,মৃত ১
জানা যাচ্ছে, এদিন টায়ার জ্বালিয়ে প্রায় ১ ঘণ্টা চলে এই বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ পৌঁছে আন্দোলনকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়।
আরও পড়ুনঃ ছটপুজো উপলক্ষ্যে কোচবিহারের তোর্ষা নদীর ঘাট পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা
এই বিষয়ে নাটাবাড়ি বিধানসভার কো কনভেনার চিরঞ্জিত দাস জানান, “শাসক দলের অঙ্গুলি হেলনে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। যে কারণে এদিন টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এই পথ অবরোধ ছিল শান্তিপূর্ণ।”
ভূমিরক্ষা কমিটির সভাপতি অখিল দাস জানান, “চিলাখানা ১ নং গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারিতে দুই ও তিন ফসলা জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে নিচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে আমরা প্রশাসনের দারস্থ হয়েছিলাম। কোন কাজ না হওয়ায় এদিন পথ অবরোধ করা হয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584