নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মেদিনীপুর শহরের মির্জ্জাবাজারের এলাকাবাসীরা। প্রসঙ্গত মেদিনীপুর পুরসভার বহু প্রাচীন মির্জ্জাবাজার এলাকায় মেদিনীপুর পুরসভার ২২ নং ওয়ার্ডের এই মৌলবি পুকুর। কয়েক বছর আগে মালিকানা পরিবর্তন হওয়ায় বর্তমান চারজন মালিক পক্ষ এই পুকুর ভরাট করতে ব্যস্ত এবং পুকুরের চারিদিক প্রাচীর দিয়ে নির্মাণ কাজ শুরু করেছে। এরই প্রতিবাদে সোমবার সকাল থেকেই মির্জ্জাবাজার এলাকায় পথ অবরোধ করেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা বহু সরকারি দফতর থেকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন এই পুকুর বাঁচানোর জন্য। প্রশাসনের আধিকারিকরা এর কোনও যথাযথ ব্যাবস্থা নেয়নি। ফলে এই পুকুরের বর্তমান মালিক রাতের অন্ধকারে অবৈধ ভাবে পুকুর ভরাট ও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রশাসনের মদতেই এই কাজ চলছে।
আরও পড়ুনঃ হাতির হামলায় মৃতের পরিবারের সাথে সাক্ষাৎ পর্যটন মন্ত্রীর
আরও পড়ুনঃ নাগড়কাটায় বাইক দুর্ঘটনায় মৃত্যু
অবিলম্বে প্রশাসন এর যথাযথ ব্যবস্থা না নিলে দীর্ঘ আন্দোলনের পথেও নামবেন এলাকার মানুষ বলে জানান। তবে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584