নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদে অব্যাহত মাটি ও বালি মাফিয়ার দৌরাত্ম্য। গঙ্গার পাড় ও তার লাগোয়া চড় থেকে জেসিবি মেশিন লাগিয়ে বালি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। ফলে স্থানীয়রা এদিন মেশিন আঁটকে বিক্ষোভ দেখায়। ফরাক্কা ব্লকের দক্ষিণ রামরামপুর এলাকায় ঘটেছে এই ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, মুর্শিদাবাদের ফরাক্কা ও সামসেরগঞ্জ ব্লকের সব থেকে বড় সমস্যা গঙ্গা ভাঙন। ফরাক্কা ব্লকের হোসেনপুর, কুলিদিয়ার সহ বিভিন্ন এলাকায় গঙ্গা ভাঙনে বহু মানুষ ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। হাজারো বাড়ি, রাস্তা, স্কুল, ধর্মস্থান সব কিছু ভেঙে জলে তলিয়ে গেছে।
আরও পড়ুনঃ নয়া কৃষি আইনের প্রতিবাদে টিএমসিপি’র মিছিল সমাবেশ ঝাড়গ্রামে
অথচ ফরাক্কা ব্লকের নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামরামপুর এলাকায় বালি ও মাটি মাফিয়ারা জেসিবি মেশিন লাগিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে স্থানীয় এক ডিলারের বিরুদ্ধে অভিযোগ আনেন এলাকাবাসী। তাদের বক্তব্য, প্রশাসনের কোনো ভূমিকায় লক্ষ্য করা যাচ্ছে না এ বিষয়ে। না ভাঙন প্রতিরোধে না মাফিয়াদের কাজ বন্ধের ক্ষেত্রে। প্রশাসনের নজর কাড়তে তাই আজ গ্রামবাসীরা মাটি মাফিয়াদের মাটি কাটার মেশিন আঁটকে বিক্ষোভ দেখায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584