নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মিডডে মিলের চালে পোকা ও ওজনে কম দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ালো জলঙ্গি ব্লকের ফরিদপুর শিবতলা ১৬১ নম্বর আইসিডিএস সেন্টারে।
পরিষ্কার-পরিচ্ছন্ন চাল ও ডাল সরকারি নিয়ম অনুযায়ী সঠিক পরিমাণে ছাত্র ছাত্রীদের দেওয়ার দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় অভিভাবকরা।
আরও পড়ুনঃ ফের উত্তরপ্রদেশে গণধর্ষণের শিকার দলিত তরুণী
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এলাকার স্থানীয় গ্রাম সদস্যা শাহানারা বিবি এবং তার উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে চুরি যাওয়া ইলেক্ট্রনিক্স সামগ্রী উদ্ধার,গ্রেফতার ২
তবে আইসিডিএস সেন্টারে কর্মরত বন্দনা হালদার সমস্ত বিষয় স্বীকার করে বলেছেন চাল-ডালে পোকা, সেটার জন্য কনট্রাকটর দায়ি, তারা নয়। তিনি জানান, “অফিস থেকে অর্ডার পাওয়ার পরেই আমি চাল ডাল বিতরণ করছি। কিন্তু সেই চাল-ডালের সমস্যা হওয়ায় আমি আমার উচ্চ পদস্থ আধিকারিকদের জানিয়েছি।” তবে আপাতত মিডডে মিলের চাল ডাল দেওয়ার কাজ বন্ধ রাখা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584