নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বেশ কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভেতরে প্রবীণ নাগরিকদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সুরাহা না মেলায় অবশেষে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদা তে ঐ এলাকার স্থানীয় বাসিন্দারা ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই ব্যাঙ্কের ভেতর এবং বাইরে থেকে বহু মানুষের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনরকমের সুরাহা হয়নি। এমনকি ব্যাঙ্ক ম্যানেজার এই ব্যাপারে ঐ সকল ছিনতাই হওয়া ব্যক্তিদের কোন রকমের সাহায্য করছে না।
আরও পড়ুনঃ তৃণমূলে যোগ মুকুল-শ্যালক সৃজনের
এলাকার সকল বয়স্ক ব্যক্তিরা ও মানুষজন ব্যাঙ্কের ভেতরে এবং বাইরে নিরাপত্তা হীনতায় ভুগছেন, এই কারণেই তারা বুধবার ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভ করেন। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রবীণরা আগামী দিনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং দোষীদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584