সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
স্বাধীনতার পর আজও গ্রামে দেখা নেই পাকা রাস্তার। একাধিকবার প্রশাসনিক আধিকারিক থেকে জন প্রতিনিধিদের জানিয়েও মেলেনি কোন সমাধান। দীর্ঘ পাঁচ বছর ধরে যাতায়াতের বেহাল অবস্থা। কোথাও খানাখন্দে ভরা, কোথাও আবার রাস্তা গিয়ে ধানের জমির সঙ্গে মিশেছে।
আমপানের পর আরও ক্ষতির মুখে পড়েছে রাস্তাঘাট।দক্ষিণ ২৪ পরগণার কুলপি বিধানসভার রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কলবাড়ির করিমনগর।কলবাড়ির জাতীয় সড়ক থেকে করিমনগর সর্দার পাড়া পর্যন্ত রাস্তা খারাপ। মেটে রাস্তা, ইঁট যেটা পড়েছিল গতবারের বিধানসভা নির্বাচনে সেটাও তুলে নিয়েছে। প্রায় এক কিলোমিটার রাস্তা মাটির।
দরগাতলা,সরদারপাড়া,পশ্চিম পাড়া,হাজি পাড়া ও আব্দুলহাই পাড়ার মত পাঁচটি পাড়ার কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। শুধু রাস্তা নয় কালভার্ট নিয়েও সমস্যা রয়েছে।। গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসলে মেলে প্রত্যাশা। কিন্তু ভোট ফুরালে সব শেষ। আবারও যাতায়াত নিয়ে যন্ত্রণা থাকে প্রতিনিয়ত।
আরও পড়ুনঃ জলপাইগুড়ির বিএসএফ ক্যাম্পে গোখরো সাপ ঘিরে চাঞ্চল্য
তাই বাধ্য হয়ে জন প্রতিনিধিদের থেকে মুখ ফিরিয়েছেন অনেকে। আর এভাবেই যাতায়াত নিয়ে প্রতিদিন কাটছে। গ্রামবাসীদের সঙ্গে পথে নেমেছে আইএসএফ (ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট)। আন্দোলনে শামিল হয়েছে তারাও।
ভোট আসে ভোট যায়, কিন্তু প্রত্যাশা আজও রয়ে গিয়েছে প্রত্যন্ত গ্রামবাসীদের কাছে। ইঁটের অথবা কংক্রিটের যদি রাস্তা গড়ে ওঠে, তাহলে যোগাযোগের সুব্যবস্থা গড়ে উঠবে বলে মত গ্রামবাসীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584