নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার দক্ষিণ হাটগেছিয়া সরকারি হাইস্কুলে মুরগি চাষ ও মদের আসরের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের অবসর প্রাপ্ত কর্মচারী নারায়ণ চন্দ্র জানা উনি বেশ কয়েকদিন ধরেই ওই স্কুলের একটি ঘরে মুরগি চাষ করেন ও তার মধ্যেই গাড়ির টায়ার সহ জিনিস পত্র রাখেন।
আর এই ঘটনায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। স্কুলের মিড ডে মিলের চাল ব্যবহার ও বিদ্যুৎ ব্যবহার করে মুরগি চাষ করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। তবে নারায়ণ বাবু বলেন, “তার বাড়িতে আত্মীয় আসার জন্যে ওই সব মুরগি রেখেছেন স্কুলের মধ্যে।”
আরও পড়ুনঃ ধর্মঘটের সমর্থনে বীরপাড়ায় বাম – কংগ্রেসের যৌথ মিছিল
গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই স্কুল ঘরের মধ্যেই আলো, জল, মিড ডে মিলের চাল ব্যবহার করে মুরগি চাষ করে আসছেন তিনি। আর ওই ঘরের মধ্যে মদের আসরও বসে বলে অভিযোগ। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেন ভারপ্রাপ্ত শিক্ষক। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584