শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
বোল্লা গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তা কেটে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। বালুরঘাট ব্লকের অন্তর্গত এক নম্বর বোল্লা গ্রাম পঞ্চায়েতের পুর্ব মহেশপুর গ্রামে বেশ কয়েক বছর থেকেই রাস্তার বেহাল দশা। মূলত বর্ষায় রাস্তাটি ভয়াবহ রূপ ধারণ করে।
এই রাস্তা দিয়েই পূর্ব মহেশপুর গ্রামের তিনটি পাড়া সহ প্রতিবেশী সজনপুর গ্রামের শতাধিক মানুষ যাতায়াত করেন। গ্রামের যাতায়াত করার একমাত্র রাস্তা কয়েকদিনের বৃষ্টিতে আরো বেহাল হয়ে পড়েছে। পুরো রাস্তা জল কাদায় ভর্তি।
এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েতে বারবার রাস্তা সংস্কারের আবেদন করা হলেও কেউ কর্ণপাত করেননি। ফলে বাধ্য হয়েই রাস্তা কেটে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। দ্রুত রাস্তা সংস্কারের দাবি নিয়ে এদিন পুনরায় পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হলেন গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ মন্ত্রী জাকির হোসেনের হাত ধরে তৃণমূলে যোগদান
গ্রামবাসীরা জানান, বসন্তহার পাকা রাস্তা থেকে পূর্ব মহেশপুর গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশই ইটের। তবে পাকা রাস্তার দিক থেকে গ্রামে ঢোকার প্রথম ভাগের মূল রাস্তার প্রায় ৭০০ মিটার এখনো মাটির। যানবাহন তো দূরের কথা এই রাস্তা দিয়ে বর্তমানে সাইকেল নিয়ে বা হেঁটে চলাচল করায় দুষ্কর ব্যাপার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584