পিয়ালী দাস, বীরভূমঃ
সকাল থেকে রেশন দুর্নীতি নিয়ে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার সিঙ্গি পঞ্চায়েতের ঘিদহ গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে বোলপুর-শ্রীনিকেতন ব্লকের বি.ডি.ও শেখর সাঁই পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বি.ডি.ও কে উদ্ধার করে।
গ্রামের রেশন ডিলার মোদ্দাসের আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রেশনের সামগ্রী কম দিচ্ছে বলে অভিযোগ তুলছিল গ্রামবাসীরা। মঙ্গলবারও একই অভিযোগ তুলে গ্রামবাসীরা আটকে রাখে রেশন ডিলারকে। সোমবার রাতে তার বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ মালদহে ‘সিল’ ৩টি গ্রাম
গ্রামবাসীদের অভিযোগ প্রশাসন বিষয়টি মীমাংসা করতে চাইছিল তাই তাদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। পরে অবশ্য রেশন ডিলার কে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ। সিল করে দেওয়া হয় রেশন দোকানটি। তবে বি.ডি.ও গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন বলেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584