রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভে গ্রামবাসীরা

0
29

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

রাস্তা মেরামতের দাবিতে মহিলা, শিশুদের নিয়ে বিক্ষোভ দেখালেন কয়েকশো বাসিন্দা। সোমবার দুপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বীরঘই গ্রামপঞ্চায়েতের ঘুঘুডাঙা মোড়ে। অবরোধে আটকে পড়ে বহু দূরপাল্লার পন্যবাহী লরি থেকে যাত্রীবাহী যানবাহন।

Protesting | newsfront.co
নিজস্ব চিত্র

আন্দোলনকারী বাসিন্দাদের দাবি, গ্রামের তিন কিলোমিটার রাস্তা নতুন করে নির্মান করে দেওয়ার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ চালাতে থাকবেন তারা। এর আগে বহুবার এলাকার বিধায়ক, সাংসদকে অনুরোধ করেও কোন লাভ হয়নি।

আরও পড়ুনঃ পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রামপঞ্চায়েতের ঘুঘুডাঙা থেকে জয়নগর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বেহাল হয়ে পড়ে আছে। এরইমধ্যে বর্ষা শুরু হয়ে যাওয়ায় জল ও কাদায় ওই রাস্তা চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, প্রায় ১৪ বছর ধরে ওই রাস্তার কোনও সংস্কার হয়নি। সম্পূর্ণ রাস্তাটি ভেঙেচুড়ে গিয়েছে। যান চলাচল তো দূরের কথা, এমনকি হেঁটেও চলা দায় হয়ে পড়েছে। প্রতিদিনই মানুষ দুর্ঘটনার কবলে পড়ছেন। বাধ্য হয়ে সোমবার ঘুঘুডাঙা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছেন। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here