নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

বালুরঘাট বিডিও অফিসে স্বাস্থ্য সাথীর কার্ড করাতে এসে তা না হওয়ায় বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা। ঘটনায় রবিবার দুপুরে বালুরঘাট বিডিও অফিস চত্বরে চাঞ্চল্য ছড়ায়। শতাধিক মানুষ স্বাস্থ্য সাথীর কার্ড না পেয়ে বিক্ষোভ দেখান। পরে প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, বালুরঘাট ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়, স্বাস্থ্য সাথীর কার্ড তৈরির জন্য আজ বালুরঘাট বিডিও অফিসে ছবি তোলা হবে বলে।

আরও পড়ুনঃ পরীক্ষায় ধরা পড়ে সমবায় মন্ত্রীর হার্ট ব্লক
এমন মাইকিং শোনার পরে আজ বালুরঘাট বিডিও অফিসে শতাধিক মানুষ স্বাস্থ্য সাথীর কার্ড করাতে আসেন। আসার পরে জানতে পারেন ছবি তুলতে লাগবে স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট স্লিপ। আর তা না থাকায় বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584