শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
নিম্নমানের কাজের অভিযোগ তুলে পিচ রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের মালিয়ান দিঘী এলাকায় ঘটেছে ঘটনাটি। গ্রামবাসীদের অভিযোগ, নতুন করে পিচ রাস্তা তৈরির পরদিনই পিচ উঠে যাচ্ছে। এই ঘটনায় গ্রামবাসীরা এদিন বিক্ষোভ দেখিয়ে নির্মাণ কর্মীদের বাধা দেয় এবং রাস্তার কাজ বন্ধ করে দেয়।
হরিরামপুরের পাটন থেকে জোড়দিঘী পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ায়, ওই রাস্তা নতুন করে পিচ ও সংস্কারের কাজ শুরু করে পিডব্লিউডি।গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার যে কাজ হচ্ছে তা একদম নিম্নমানের।
আরও পড়ুনঃ সাফাই কর্মীদের মাস্ক, গ্লাভস না দেওয়ার অভিযোগ পুরসভার বিরুদ্ধে
একদিনের মধ্যে পিচ উঠে যাচ্ছে। পাশাপাশি রাস্তা চওড়ার দীর্ঘদিনের দাবি সত্ত্বেও, তা চওড়া করার কাজ করা হচ্ছে না।সঠিকভাবে সংস্কার ও রাস্তা চওড়া করার দাবিতে এদিন গ্রামবাসীরা ওই কাজ বন্ধ করে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584