নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ফরাক্কা নয়নসুখ গ্রামের স্থানীয় বাসিন্দারা সঠিক ভাবে রেশন না পাওয়ার প্রতিবাদে ফরাক্কা নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের অভিযোগ, ফরাক্কা নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত কুলিগ্রাম, হাজারপুর, দীপচন্দ্রপুর ও মানিকনগরের রেশন ডিলার রথীনচন্দ্র দাস গত ১৯-শে এপ্রিল মারা যান। তারপর সেই এলাকা গুলোর রেশন ডিলারের দায়িত্ব পায় আশরাফুল হক।
আশরাফুল হক দায়িত্ব আসার পর সঠিক ভাবে রেশন সামগ্রী পাচ্ছেনা স্থানীয় বাসিন্দারা। আর রেশন সামগ্রী সঠিক পরিমানে না পাওয়ায় প্রতিবাদ করলে মাফিয়াদের দিয়ে হুমকিও দেওয়ার অভিযোগ। এই বিষয়ে প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি। তারই প্রতিবাদে সোমবার ফরাক্কা নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা।
আরও পড়ুনঃ “চাই লকডাউনের ভরপাই” আন্দোলন মঞ্চের স্মারকলিপি গেলো মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে
তাঁদের দাবি অবিলম্বে আশরাফুল রেশন ডিলারের কাছ থেকে দায়িত্ব পরিবর্তন করে অন্য কাউকে রেশন ডিলারের দায়িত্ব দেওয়া হোক। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কার থানার আইসি কিশোর সিনহা চৌধুরী ও ফরাক্কা জয়েন্ট বিডিও এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584