নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
খাদ্যসামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন ডিলারের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের লহন্ডা গ্রামে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের পদস্থ কর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বন্টনের ব্যবস্থা করার নির্দেশ দিল পুলিশ।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের মেয়াদ আরও দুসপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে নিজেদের ঘরের খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছেন দিনমজুর, গরিব মানুষরা। আর এতেই সরকারের দেওয়া রেশন নেওয়ার জন্য দোকানগুলিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ স্বামীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় অন্তর্বত্নী বধূ
রেশন গ্রাহকদের অভিযোগ, তাদের জন্য সরকারি নিয়ম মেনে রেশনের চাল দেওয়া হচ্ছে না। এনিয়ে গ্রামের বাসিন্দারা রেশন ডিলার কনক রায়ের বাড়ি ও দোকান ঘিরে প্রথমে বিক্ষোভ ও পরে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। রেশন ডিলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584