নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
আগামী বছর বিধানসভার ভোট। এবার সেই ভোটকেই স্থানীয় ইস্যু করে আন্দোলনে নেমেছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, প্রতিবার ভোট আসে ভোট যায়। কিন্তু প্রতিশ্রুতিতেই থেকে যায় ভোটের ইস্যু। এভাবেই পেরিয়ে গিয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা – লোকসভার ভোট। প্রতি ভোটেই এই রাস্তাটি তৈরীর ইস্যু থাকলেও বাস্তবিকভাবে কাজ হয়না প্রতিশ্রুতির। সেকারণে চোপড়ার রহুগছ এলাকার রাস্তায় বুধবার ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
রাস্তা আছে, কিন্তু তা চলাচলের অযোগ্য। এমনই অভিযোগ মাঝিয়ালি অঞ্চলের রহুগছ, বেগলুগছ সহ আরও তিনটি গ্রামের বাসিন্দাদের। তাদের দাবি, ধিয়াগর পিডব্লিউডি রোড থেকে শুরু করে বেগলুগছ পর্যন্ত প্রায় ২ কিলোমিটারের মতো যে রাস্তা রয়েছে তা দীর্ঘ দিন থেকে খানাখন্দে ভর্তি। বারবার রাস্তা সারানোর দাবি জানানো হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতিতেও। দীর্ঘ ১০ বছর যাবৎ রাস্তা সংস্কার বা সারানো হয়নি।
আরও পড়ুনঃ প্যাঙ্গলিন সহ ধৃত ১
এই রাস্তা দিয়েই ছেলেমেয়েরা পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াত করে। কর্মসূত্রে যাদেরকে প্রতিদিন বাইরে যেতে হয় তারাও একই ভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। আগামী বিধানসভা ভোটের আগে তাদের রাস্তাটি না হলে তারা ভোট বয়কট করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। দলমত নির্বিশেষে এই এলাকার মানুষের এখন একটিই আওয়াজ, “রাস্তা চাই, নইলে ভোট নাই”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584