সরকারি রাস্তা ঢালাই -এর অনিয়মের অভিযোগ ভগবানগোলায়

0
375

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

সরকারি রাস্তা ঢালাই অনিয়মের অভিযোগ উঠল ভগবানগোলা থানার কুঠিরামপুর অঞ্চলের পশ্চিম রামপুরে। কুঠিরামপুর অঞ্চলের পশ্চিম রামপুর থেকে নওদাপাড়া যাওয়ার ঢালাই রাস্তা নিয়ে অনিয়মের অভিযোগ তুললেন বাসিন্দারা। মাটির উপরে ঢালাই করার অভিযোগ তোলেন গ্রামবাসীরা।

Road repairs | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আর এস খান বলেন “সরকারি নিয়ম অনুসারেই কাজ করছি আমরা। দীর্ঘ পুরনো মাটির রাস্তা কোনদিন ঢালায় হবে কি না তা কোনদিন ভাবতে পারেনি। কিন্তু বিরোধীরা যাতে রাস্তা তৈরি না হয়, তারজন্য তারা বিভিন্ন ভাবে চক্রান্ত করছে। আমরা তাদের কাছে আবেদন করছি, তাদের পক্ষ থেকে যেনো ২ থেকে ৩ জন ব্যক্তি রাস্তার দেখভালের জন্য আসে। তবুও তারা আসতে রাজি হইনি।”

আরও পড়ুনঃ নদী ভাঙ্গনে ভিটে মাটি ছাড়ার আতঙ্কে রয়েছেন সাতটি পরিবার

কন্ট্রাকটর বলেন “সিডিউল অনুসারে হচ্ছে কাজ। ঢালাই এর আগে সোলিং করা হয়েছিল কিন্তু ভারী গাড়ি যাতায়াত করার ফলে সেই সোলিং বসে যায়। আমরা দেখার পর এই রাস্তা আবার নতুন ভাবে ঠিক করছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here