সায়নিকা সরকার, মালদহঃ
নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ ব্লকের মোড়গ্রাম মাধাইপুর এলাকার।এলাকাবাসীর অভিযোগ, ধুলোর উপর পিচ দিয়ে ঢালাই করা হচ্ছে রাস্তা। এর ফলে কয়েক ঘণ্টার মধ্যেই সেই পিচ উঠে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।
তাই তারা রাস্তা তৈরির কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। পুরাতন মালদহ ব্লকের মোড় গ্রাম থেকে মাধাইপুর পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পের মধ্যেমে তৈরি হচ্ছে এই রাস্তা। প্রায় ৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিক নিয়ে আতঙ্ক, রায়গঞ্জে কোয়ারান্টাইন তৈরি করলেন স্থানীয় কাউন্সিলর
গ্রামবাসীদের অভিযোগ, নির্দিষ্ট সিডিউল এবং নির্মাণের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। বিষয়টি তারা বারবার ঠিকাদার সংস্থাকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই সোমবার সকালে সেই রাস্তা তৈরির কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584