নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ঘাটালের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জলাধার থেকে জল না ছাড়ার ফলে ও দুদিন বৃষ্টি না হওয়ায় শিলাবতী, ঝুমি, রূপনারায়ণ নদীর জলস্ফীতি কমছে। তবে পারাং নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে দাসপুরের ১২ টি গ্রামে। শিলাবতী নদীর জল ঢুকে পড়ছে ঘাটাল গ্রাম পঞ্চায়েত এলাকায় ও ঘাটাল পুরসভার ১২ টি ওয়ার্ডে। এক হাঁটু থেকে এক কোমর জল থাকার ফলে যানবাহন চলছে না।
আরও পড়ুনঃ সুবর্ণরেখায় ভাসমান আলমারি, দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোপীবল্লভপুরে
ছোটো নৌকা এবং ডোঙায় চড়ে যাতায়াত করছেন মানুষজন। পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক রশ্মি কমল শুক্রবার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে বিডিও সহ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বন্যা মোকাবিলায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করেন। জেলা শাসক জানান , ঘাটাল মহকুমায় ১২ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন।ত্রাণ শিবিরগুলি স্যানিটাইজ করা হয়েছে ।
মুখে বাধ্যতামূলক মাস্ক পরে ও সামাজিক দূরত্ব মেনেই ত্রাণ শিবিরে রাখা হবে বন্যা দুর্গতদের । এদিকে মেদিনীপুর সদর ব্লকের লোহাটিকরি এলাকায় ধস নেমেছে। নদীর জল ঢুকছে গ্রামে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকেরা রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584